Advertise top
পরিবেশ

সুন্দরবনের গহিনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৮:২৪ পিএম    

সুন্দরবনের গহিনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস
চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া লতিফের ছিলার বন এলাকায় আগুন লাগার খবর পান বন রক্ষীরা

তীব্র দাবদাহের মধ্যে সুন্দরবনের গহিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ  শনিবার বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া বন অফিসের লতিফের ছিলা এলাকায় এ আগুন লাগে।

 

প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বনরক্ষীরা। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে মোড়লগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিভাবে আগুন লেগেছে তা জানাতে পারেনি বন বিভাগ।

 

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নুরুল কবির জানান, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া বন অফিস এলাকার লতিফের ছিলার বনে আগুন লাগার খবর পেয়ে বন রক্ষীরা। প্রাথমিকভাবে আগুন নিভানোর কাজ শুরু করেছে তারা। এরইমধ্যে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে রওনা দিয়েছে। সুন্দরবনের গহীন অরণ্যে কিভাবে আগুন লেগেছে বা কত একর বনে আগুন লেগেছে সে বিষয়টি এই বন কর্মকর্তা নিশ্চিত করে জানাতে পারেননি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal