Advertise top
খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ রবিবার

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৭:৫৬ পিএম    

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ রবিবার
বাংলাদেশ -জিম্বাবুয়ে ক্রিকেট দলের ২ অধিনায়ক

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে রবিবার, ৫ মে হতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। সিরিজের পাঁচটি ম্যাচের মধ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ আর ঢাকায় হবে দুইটি ম্যাচ।

 

বোলিংসহ তিন বিভাগেই দুর্দান্ত নৈপুন্য দেখিয়ে প্রথম ম্যাচে ৮ উইকেটে জয় তুলে নিয়েছে টাইগাররা।

 

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত  যদিও ম্যাচ জিতে খুশি এবং  আগামী ম্যাচগুলোতেও পারফরমেন্সের ধারা অব্যাহত রাখতে চান।

সংক্ষিপ্ত ভার্সনে জিম্বাবুয়ের বিপক্ষে ২১ ম্যাচে এটা ছিল বাংলাদেশের ১৪তম জয়। বাকি সাত ম্যাচে পুর্ব আফ্রিকার দেশটির কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ।

 

আগামীকালের ম্যাচ জিতে সিরিজে ফিরতে মরিয়া  জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা অবশ্য নিজ দলের সিনিয়র খেলোয়াড়দের ঘূড়ে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।

 

বাংলাদেশ দল (সম্ভাব্য) : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মাহেদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন।

 

জিম্বাবুয়ের দল(সম্ভাব্য) : সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গি, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, এন্সলি এন্দলোভু, রিচার্ড এনগারাভা ও সিন উইলিয়ামস।

সূত্র: বাসস


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal