Advertise top
খেলা

টি ২০ বিশ্বকাপ: আমেরিকার ভিসা করা হচ্ছে ৩০ ক্রিকেটারের

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৪:৪২ পিএম

আমেরিকার ভিসা করা হচ্ছে ৩০ ক্রিকেটারের
টি ২০ বিশ্বকাপে যোগ দিতে ক্রিকেটারদের ভিসা প্রস্তুতি। ছবি: সংগৃহীত

আগামী জুনে টি ২০ বিশ্বকাপের আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। তার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলবে বাংলাদেশ।

 

এই বিশ্বকাপের জন্য ৩০ জন ক্রিকেটারের মার্কিন ভিসা প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন,‘২৭ থেকে ৩০ জনের জন্য ভিসা করে রাখা হচ্ছে। এর মধ্যে বিশ্বকাপ দলের জন্য চূড়ান্ত ১৫ জনের ভিসা হবে। সেটা হয়তো পরে জানা যাবে।’

 

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি ২০ সিরিজ শুরু হবে ২১ মে। বাকি দুই ম্যাচ ২৩ ও ২৫ মে।

 

১ জুন কানাডা-যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। ২৯ জুন ফাইনাল। বাংলাদেশ দল ঘোষণা নিয়ে জালাল ইউনুস বলেন, ‘এখনো সময় আছে। আমরা নির্বাচক ও কোচের সঙ্গে আলাপ করে বিশ্বকাপ দল ঘোষণা করব।’

 

এদিকে সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ডধারী হওয়ায় তার ভিসার প্রয়োজন হবে না। এছাড়া লিটন দাস, এনামুল হক বিজয় এবং নুরুল হাসান সোহানেরও যুক্তরাষ্ট্রের ভিসা রয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal