Advertise top
বিদেশ

বাংলাদেশে আবারও ঢুকে পড়ল মিয়ানমার পালানো সেনা সদস্য

বরিশাল বিদেশ ডেস্ক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ১০:৪৩ পিএম    

বাংলাদেশে আবারও ঢুকে পড়ল মিয়ানমার পালানো সেনা সদস্য

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে এবার মিয়ানমার সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ তিন সদস্য পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

 

এরই মধ্যে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তাদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছে।

 

মিয়ানমার সেনাবাহিনীর এই তিন সদস্য শনিবার, ৩০ মার্চ ভোর ৫ টার দিকে এসে বাংলাদেশে আশ্রয় নেন। তাদের নাইক্ষ্যংছড়ি ব্যাটেলিয়ান সদরে নিয়ে যাওয়া হয়েছে।

 

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চয়তা করেছেন।

 

এ নিয়ে গত তিন সপ্তাহে মিয়ানমার থেকে ১৭৭ জন বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও তিন সেনাবাহিনীর সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নিল।

 

মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সে দেশের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের জেরে টিকতে না পেরে সে দেশের বিজিপি ও সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে।

 

এর আগে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের নাইক্ষ্যংছড়ির বিজিবি ব্যাটেলিয়ন সদরের স্কুল ভবনে রাখা হয়েছে। তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal