বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ১০:০৯ পিএম আপডেট : ২১ মার্চ ২০২৪, ১০:১৪ পিএম
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।স্বাগতিকদের ১১৮ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো অজি মেয়েরা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার, ২১ মার্চ টস জিতে অজি মেয়েদের ব্যাটিংয়ে পাঠান টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অজি মেয়েদের। বাংলাদেশি বোলারদের তোপের মুখে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া।
অ্যানাবেল সাদারল্যান্ড ও আলানা কিংয়ের ব্যাটে চ্যালেঞ্জিং পুঁজি পায় সফরকারীরা। সাদারল্যান্ডের ফিফটিতে ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। সাদারল্যান্ড ৭৬ বলে ৫৮ ও কিং ৩১ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন ও নাহিদা আক্তার নেন ২ টি করে উইকেট।
২১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২১ রানের মধ্যে জোড়া উইকেট হারায় টাইগ্রেসরা। ফারজানা হক শূন্য ও মুর্শিদা খাতুন ২৪ বলে ১০ রান করে আউট হন।
এরপর অধিনায়ক জ্যোতিকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন সোবহানা মোস্তারি। ৪৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৭০ রানে ৩৮ বলে ১৭ রান করে সাজঘরে ফিরে যান মোস্তারি।
মোস্তারির বিদায়ের পর ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনে। মাত্র ২৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ৩৬ ওভারে ৯৫ রানে অলআউট হয় বাংলাদেশের মেয়েরা। জ্যোতি করেন ৬৪ বলে ২৭ রান। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাশলে গার্ডনার নেন ৩ টি উইকেট।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন