Advertise top
পরিবেশ

দেশের বিভিন্ন এলাকায় ঝড়ের আভাস

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০৭:১৬ পিএম    

দেশের বিভিন্ন এলাকায় ঝড়ের আভাস
প্রতীকী ছবি। ফাইল ফটো

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ৭২ ঘণ্টার (তিন দিন) পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

 

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার, ২০ মার্চ সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

 

এছাড়াও বৃহস্পতিবার, ২১ মার্চ সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্যে বলা হয়েছে-সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

 

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত ৫ (পাঁচ) দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal