Advertise top
ক্রিকেট

শ্রীলঙ্কাকে ২৮৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০৭:৩৯ পিএম       

শ্রীলঙ্কাকে ২৮৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
তাওহীদ হৃদয়
বাংলাদেশ সফরকারী শ্রীলঙ্কাকে ২৮৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামে এই টার্গেট দেয় টাইগাররা। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। আজও শুন্য রানে সাজঘরে ফেরেন এই ব্যাটার। তবে আরেক ওপেনার সৌম্য সরকার ও তিনে নামা নাজমুল শান্ত দলের সামলে হাল ধরে দলকে বিরাট স্কোরের দিকে নিয়ে যান। সৌম্য করেছেন ৬৬ বলে ৬৮ রান। আর শান্ত করেছেন ৩৯ বলে ৪০ রান। তবে আসল ঝড়টা সামলেছেন চারে নামা তাওহিদ হৃদয়। ১০২ বলে ৯৬ রান করে তিনি ছিলেন অপারজিত। শেষদিকে তাসকিন আহমেদ ১০ বলে করেন ১৮ রান। নির্ধারিত ৫০ ওভারে ২৮৬ রান তুলতে বাংলাদেশের খোয়া গেছে ৭ উইকেট। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙা। শুক্রবার,১৫ মার্চ জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস।

মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal