Advertise top
বিদেশ

পাকিস্তানের মানবাধিকার কর্মী মাজারি গ্রেফতার

বরিশাল বিদেশ ডেস্ক

প্রকাশ : ২২ আগষ্ট ২০২৩, ০৮:০৮ পিএম    

পাকিস্তানের মানবা�

 

পাকিস্তানের মানবাধিকার কর্মী ও আইনজীবী ইমান জয়নাব মাজারিকে গ্রেফতার করেছে ইসলামাবাদ পুলিশ।

 

ইসলামাবাদ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ইমান মাজারিকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজনকে তদন্তের জন্য খুজছিল পুলিশ। আইন অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হবে।

 

কোন মামলায় মানবাধিকার আইনজীবী ইমান জয়নাবকে গ্রেফতার করা হয়েছে তা এখনো সুনির্দিষ্ট করে জানায়নি পুলিশ।

 

এর আগে রবিবার ভোরে ইমান মাজারি সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করেন। তিনি লেখেন, অজানা ব্যক্তিরা আমার বাড়ির ক্যামেরা ভেঙে গেট পেরিয়ে বাসায় ঢোকার চেষ্টা করছে।

 

এর প্রায় এক ঘণ্টা পরে, তার মা, সাবেক পিটিআই নেতা শিরিন মাজারি, পোস্ট করেছেন যে, সাদা পোশাক পড়া কয়েকজন পুরুষ এবং কয়েকজন নারী আমাদের দরজা ভেঙে আমার মেয়েকে নিয়ে গেছে।

 

তিনি আরও লেখেন, আমি তাদের জিজ্ঞেস করেছিলাম আমার মেয়েকে কেন নিয়ে যাওয়া হচ্ছে। তারা পুরো বাড়ি তছনছ করেছে। তারা আমার মেয়েকে ঘুমের পোশাক পরা অবস্থায় নিয়ে গেছে। কাপড় পাল্টানোর সময় পর্যন্ত দেয়নি। তারা তাকে টেনে নিয়ে গিয়েছে।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal