Advertise top
খেলা

বিপিএলে কে পেলেন কোন পুরস্কার

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৭:৫৮ পিএম    

বিপিএলে কে পেলেন কোন পুরস্কার
বিসিবি সভাপতির কাছ থেকে পুরস্কার নিচ্ছেন বিপিএল সেরা তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

টানা চার ম্যাচ জিতে বিপিএলের দশম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। আসরের সব থেকে সফল ও শক্তিশালী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবার ট্রফি জিতে বরিশাল পেয়েছে ২ কোটি টাকা। আর ফাইনালে প্রথমবারের মতো হারের স্বাদ নেওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছে ১ কোটি টাকা।

 

বিপিএলের দশম আসরে দুর্দান্ত পারফরম করে সর্বোচ্চ রান সংগ্রহক এবং টুর্নামেন্ট সেরা হয়েছেন তামিম। ১৫ ম্যাচে ৩৫ গড়ে ৪৯২ রান করেছেন দেশ সেরা এই ব্যাটার।

 

সর্বোচ্চ ৪৯২ রান সংগ্রহ করে তামিম ইকবাল পেয়েছেন ৫ লাখ টাকা আর  প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হিসেবে তামিম ইকবাল পেয়েছেন ১০ লাখ টাকা।

 

পেসার শরিফুল ইসলাম ১২ ম্যাচে ২২ উইকেট তুলে নিয়ে এবারের আসরে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। পুরস্কার পেয়েছেন ৫ লাখ টাকা।

 

টুর্নামেন্ট সেরা ফিল্ডারের ৩ লাখ টাকা পুরস্কার পেয়েছেন দুর্দান্ত ঢাকার নাইম শেখ।

 

প্লেয়ার অব দ্য ফাইনাল হয়েছেন কাইল মায়ার্স। চার ওভার বোলিং করে ২৬ রান দিয়ে ১ উইকেট ও ৩০ বলে ৪৬ রানের এক ইনিংস খেলে পেলেন ৫ লাখ টাকা।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal