বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৪ পিএম আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৭:০৪ পিএম

পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে। দুই ফাইনালিস্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের দুই অধিনায়কের ফটোসেশন হওয়ার কথা, কিন্তু তারাই নেই।
দুইজন প্রতিনিধিকে পাঠিয়ে দায় সেরেছে তাদের দল।
ফরচুন বরিশালে মিরাজ বললেন ‘আমি কখনও বিপিএলে ট্রফি জিতিনি। এবার জিতলে প্রথমবার চ্যাম্পিয়ন হবো। এর আগে দুইবার ফাইনাল খেলেছি।’
কুমিল্লার প্রতিনিধি হয়ে আসা জাকের বলেন ‘কুমিল্লা ফাইনাল খেলে অভ্যস্ত। দল হিসেবে আমরা জানি কীভাবে বড় পারফরম্যান্স করতে হয়। ওইদিকেই ফোকাস থাকবে। ওই অনুযায়ী খেলার চেষ্টা করব।’
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার, ১ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে কুমিল্লা-বরিশাল।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন