বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩০ পিএম আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২১ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল।
দ্বিতীয় কোয়ালিফায়ার বলা হলেও মিডিয়াল কল্যানে তা রুপ নিয়েছে সাকিব-তামিম লড়াইয়ে।
শেরে বাংলায় বুধবার, ২৮ ফেব্রুয়ারির হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। দুই দলের একাদশে এদিন কোনো পরিবর্তন আসেনি। শেষ ম্যাচের একাদশ নিয়েই লড়ছে দুই দল।
চলমান বিপিএলে লিগ পর্বের প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে তামিমের বরিশাল জিতেছিল ৫ উইকেটে। আবার চট্টগ্রামে লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে সাকিবের রংপুর জয় পায় ১ উইকেটে। আজকের ম্যাচটিতে যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে। যে কারণে দুই দলের কাছেই ম্যাচটি বাঁচা-মরার। এবারের আসরে দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয় এসেছে পরে ব্যাট করা দলের।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, কাইল মেয়ার্স, ডেভিড মিলার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জেমস ফুলার, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, ওবেদ ম্যাককয় ও তাইজুল ইসলাম।
রংপুর রাইডার্স একাদশ: রনি তালুকদার, শামীম হোসেন, সাকিব আল হাসান, শেখ মেহেদি, জেমস নিশাম, নিকোলাস পুরান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ নবি, আবু হায়দার রনি, হাসান মাহমুদ ও ফজল হক ফারুকি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন