বরিশাল নিউজ
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৯ পিএম আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২০ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি উদ্যাপিত হতে যাচ্ছে “বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস ২০২৪”।
এ উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরি, প্রাক্তন চেয়ারম্যান (প্রতিমন্ত্রী), বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও প্রাক্তন উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. গুলশান আরা লতিফা, সদস্য, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম, পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
অনুষ্ঠান সূচি: ২২ ফেব্রুয়ারি ২০২৪:
ক) সকাল ১০ টায় রক্তদান কর্মসূচি (প্রশাসনিক ভবন-১ ) ।
খ) সকাল ১১ টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং গার্ড অব অনার গ্রহণ।
গ) সকাল ১১:৩০ আনন্দ র্যালি।
ঘ) দুপুর ১২ টায় আলোচনা সভা।
ঙ) বিকাল ৪ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন