Advertise top
বিদেশ

ভারতের ল্যান্ডার বিক্রম  প্রথম চাঁদের ছবি পাঠিয়েছে

বরিশাল বিদেশ ডেস্ক

প্রকাশ : ২০ আগষ্ট ২০২৩, ১২:০৮ এএম    

ভারতের ল্যান্ডার ব

 

 

 

ভারতীয় মহাকাশযান চন্দ্রযান-৩ এ যুক্ত ল্যান্ডার বিক্রম চাঁদের ছবি পাঠিয়েছে। চাঁদের বুকে এই চন্দ্রযানের রোভারকে সফলভাবে অবতরণ করানোর চেষ্টা করবে ল্যান্ডার বিক্রম।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার মহাকাশযানে প্রপালশন মডিউল থেকে সফলভাবে বিচ্ছিন্ন হওয়ার পর বিক্রম চাঁদের প্রথম ছবি পাঠায়।

 

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) ল্যান্ডার বিক্রমের ইমেজার (এমআই) ক্যামেরা-১ দিয়ে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেছে। এতে চাঁদের বিভিন্ন অংশ দেখা গেছে। যার মধ্যে রয়েছে জিয়োর্দানো ব্রনো ক্রাটার (গর্ত বা অগ্নিমুখ)। যা চাঁদের অন্যতম নবীন একটি ক্রাটার।

 

এছাড়া এই ল্যান্ডারটির ক্যামেরা হারকেবি জে ক্রাটারেরও ছবি তুলেছে। যেটির ব্যাসার্থ প্রায় ৪৩ কিলোমিটার।

 

আগামী ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে ‘সফল অবতরণের’ চেষ্টা করবে ল্যান্ডার বিক্রম। অপরদিকে ল্যান্ডার থেকে বিচ্ছিন্ন হওয়া প্রপালশন মডিউল চাঁদের কক্ষপথে ঘুরতে থাকবে এবং পৃথিবীর বায়ুমণ্ডলের তথ্য সংগ্রহ করবে এবং এমন গ্রহের সন্ধান করতে থাকবে যেটি মানুষের বসবাসের জন্য উপযোগী।

 

যদি ল্যান্ডার বিক্রম সফলভাবে চাঁদের বুকে অবতরণ করতে পারে তাহলে এটি থেকে বেরিয়ে চাঁদে বিচরণ করবে রোভার ‘প্রজ্ঞান’। এরপর রোভার প্রজ্ঞান ল্যান্ডার বিক্রমের ছবি তুলবে আবার একইসঙ্গে বিক্রম রোভার প্রজ্ঞানের ছবি তুলে পৃথিবীতে পাঠাবে। এরপর রোভার প্রজ্ঞান ১৪ দিন অবস্থান করে চাঁদ থেকে বিভিন্ন তথ্য পাঠাতে থাকবে।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal