Advertise top
বিদেশ

পিটিআই এর ১০০ আসন, ইমরানকে জামিন দিয়েছে এটিসি

বরিশাল বিদেশ ডেস্ক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৪ পিএম     আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩২ পিএম

 পিটিআই এর ১০০ আসন, ইমরানকে জামিন দিয়েছে এটিসি
পিটিআই প্রধান ইমরান খান। ছবি: অনলাইন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের প্রধান ইমরান খানকে ১২ মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদের সন্ত্রাসবাদ বিরোধী আদালত (এটিসি)।

 

শনিবার ইসলামাবাদ এটিসির বিচারক মালিক ইজাজ আসিফ এক শুনানি শেষে এ রায় দিয়েছেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

 

ইমরান খানের পাশাপাশি তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) জ্যেষ্ঠ নেতা শাহ মেহমুদ কুরেশিকেও ১৩ মামলায় জামিন দেওয়া হয়েছে।

 

পাকিস্তানের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি। এখনও ফল ঘোষণা চলছে।নির্বাচনে ১০০ আসন পেয়েছে কারাগারে থাকা ইমরান খানের দল। ৭১ আসন পেয়েছে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) এবং বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫৩ আসন।।

 

অ্যাসেম্বলির মোট আসনসংখ্যা ২৬৬টি। এরমধ্যে একটি আসনে নির্বাচন হয়নি।

 

সরকার গঠনের আলাপ আলোচনা চলছে। এরই মধ্যে ইমরান খানকে জামিন দিয়েছেন আদালত। 


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal