বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৫ পিএম আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৯ পিএম
টাইব্রেকারে ১১–১১ সমতার পর হচ্ছে টস। এটা দিয়েই শুরু বিতর্কের। পাঁচ ঘন্টার অপেক্ষার পরে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।
সাফ অনূর্ধ্ব–১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের এবারের ফাইনালে প্রথমে সমাপ্তি টানা হলো টসের মাধ্যমে। সেই টস জিতে শিরোপা জয়ের আনন্দে মাতে ভারতের মেয়েরা। পরে তাদের জানানো হয়, টসের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
কিন্তু ভারত দল আর মাঠে নামতে রাজি হয়নি। একবার শোনা যায়—ভারত দলকে মাঠে ফেরার জন্য ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে তারা না এলে বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হবে।
ম্যাচের ফল শেষ পর্যন্ত কী হতে যাচ্ছে, তা নিয়ে অপেক্ষা বাড়ে। প্রায় পাঁচ ঘণ্টার নাটক আর বিতর্কের পর শেষ পর্যন্ত যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় দুই দলকে। দুই দলের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন