Advertise top
খেলা

তোপের মুখে ভিডিও এডিট, ইমরান খানকে ফেরালো পিসিবি

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৮ আগষ্ট ২০২৩, ১১:০৮ পিএম     আপডেট : ১৯ আগষ্ট ২০২৩, ১২:০১ এএম

তোপের মুখে ভিডিও এ�

 

পাকিস্তানের স্বাধীনতা দিবস (১৪ আগস্ট) উদযাপন উপলক্ষ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিল। ভিডিওতে পাকিস্তান ক্রিকেট দলের ইতিহাস থেকে বিজয়ের স্মরণীয় মুহূর্তগুলোকে দেখানো হয়। কিন্তু সেই ভিডিওতে রাখা হয়নি পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে।

 

আর এতেই সমালোচনার ঝড় ওঠে। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম পিসিবিকে বিষোদগার করেন। ওয়াসিম আকরাম কড়া সমালোচনা করে ভিডিও মুছে ক্ষমা চাইতে বলেছেন পিসিবিকে।

 

শেষ পর্যন্ত ওয়াসিম আকরামের প্রতিবাদের জয় হয়েছে। বুধবার রাতে আরেকটি ভিডিও প্রকাশ করে পিসিবি। ২ মিনিট ৩৫ সেকেন্ডের সেই ভিডিওতে যথেষ্ট গুরুত্ব দিয়েই রাখা হয় ইমরানকে।

 

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে তাদের একমাত্র বড় সাফল্য ১৯৯২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া। যে আসরে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে একাই টেনে নিয়ে গেছেন ইমরান খান। এমন একজন জাতীয় তারকাকে বাদ দেওয়ার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি সমর্থকরা।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal