Advertise top
চিকিৎসা

বিশ্ব ক্যান্সার দিবসে বরিশালে র‌্যালি

বরিশাল নিউজ

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪২ পিএম     আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৮ এএম

বিশ্ব ক্যান্সার দিবসে বরিশালে র‌্যালি
বরিশালে ক্যান্সার সচেতনতামূলক র‌্যালি। ছবি: বরিশাল নিউজ

 

বিশ্ব ক্যান্সার দিবস ২০২৪ উপলক্ষ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) মিলনায়তনে রবিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে র‌্যালি অনুষ্ঠিত হয়।

 

শেবাচিম ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের আয়োজনে প্রধান অতিথি ছিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা.মো. ফয়জুল বাশার, উপাধ্যক্ষ ডাক্তার জি এম নাজিমুল হক, হাসপাতালের উপ-পরিচালক ডা.মনিরুজ্জামান শাহিন, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার আ ন ম মইনুল ইসলাম, রেডিওথেরাপিস্ট ডা. মহসিন হাওলাদার হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা.অমলেন্দু ভট্টাচার্য, শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.উত্তম কুমার সাহা, শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.অমল চন্দ্র পাল, অর্থোপেডিকস বিভাগের বিভাগীয় প্রধান ডা. রিয়াজ হোসেন ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা.প্রভাত কুমার (পি সি) বিশ্বাস, নিউরো মেডিসিনের সহযোগী অধ্যাপক ডাক্তার অমিতাভ সরকার, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা.প্রদীপ কুমার বনিক ও ডা. আব্দুর রহিম, ক্লিনিকাল অনকলোজি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার ফারহানা খান এবং ডা.সিরাজুস সালোকিন প্রমুখ।

 

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের উদ্যোগে ‘কর্কট কথা নামক একটি বুলেটিন প্রকাশিত হয়। বুলেটিনের মোড়ক উন্মোচন করেন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো.ফয়জুল বাশার।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal