Advertise top
পরিবেশ

গুঁড়ি বৃষ্টি ও শীতে জনজীবনে ভোগান্তি

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৫ পিএম    

গুঁড়ি বৃষ্টি ও শীতে জনজীবনে ভোগান্তি
বৃষ্টি ও শীত সামলানেোর চেষ্টা। ছবি: বরিশাল নিউজ

 

পটুয়াখালীর কলাপাড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে বিরাজ করছে শীতের তীব্রতা। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে পৌর শহর সহ উপজেলার বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ভোগান্তিতে পড়েছে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ।

 

গভীর সাগরে অবস্থানরত জেলেরা পড়ে চরম বেকায়দায়। একই সাথে দুশ্চিন্তায় পড়েছেন তরমুজ চাষী ও সবজী চাষীরা। বৃষ্টির ধারা অব্যাহত থাকলে বড় ক্ষতির শংকা করছেন কৃষকরা। ভ্যানচালক হানিফ বলেন, সকালে ভ্যান নিয়ে বের হয়েছিলাম। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিন কারণে ভ্যান চালানো বন্ধ রাখতে হয়েছে। সেই সঙ্গে তীব্র শীত অনুভতি হচ্ছে।

 

রিকশাচালক ফরিদ হোসেন বলেন, বৃষ্টির কারণে বাজারে মানুষের যাতায়াত কম। তাই আয়ও কম। তরমুজ চাষিরা জানান, কেবল মাত্র জমি তৈরি করা হয়েছে। অসময়ে বৃষ্টি হলে ভোগান্তির শেষ থাকেনা। পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী সাংবাদিকদের জানান, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আগামীকালও উপকুলের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। তবে শীতের তীব্রতা কিছুটা কমবে।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal