Advertise top
খেলা

ম্যাচসেরার অর্থ ক্যান্সার আক্রান্ত কোচকে দিলেন বিজয়

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৭:৪৯ পিএম     আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৭:৫৮ পিএম

ম্যাচসেরার অর্থ ক্যান্সার আক্রান্ত কোচকে দিলেন বিজয়
এনামুল হক বিজয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে খুলনা টাইগার্স। সোমবার (২২ জানুয়ারি) নিজেদের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালকে ৮ উইকেটে হারিয়েছে খুলনা। এই ম্যাচে ৬৩ রানের অপরাজিত রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়। ম্যাচসেরার অর্থ দান করেছেন দেশীয় ক্রিকেটের পরিচিত কোচ জাফরুল এহসানকে।

 

একসময় মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, সাদমান ইসলাম, আবু হায়দার, রিফাত প্রধান, মুস্তাফিজুর রহমান, ইসাসির আলী চৌধুরীদের নিয়ে গড়া বয়সভিত্তিক দলের কোচ ছিলেন এহসান। এই মুহূর্তে মাঠের বাইরে তিনি। ক্যান্সারে আক্রান্ত এই কোচ রয়েছেন হাসপাতালে। 

 

ম্যাচসেরার পুরস্কার নিয়ে বিজয় বলেন, ‘ম্যাচ শুরুর আগে আমাদের কথোপকথ হয়। আমাদের এহসান স্যার, তিনি এখন হাসপাতালে আছেন। উনি ক্যান্সারের রোগী। তো আমরা চিন্তা করেছিলাম আমরা এই ম্যাচটা জিতবো এবং ওনাকে ডেডিকেট করবো। এবং যে উইনিং প্লেয়ার হবে আমাদের টিমে সেটা তাকে আমরা কন্ট্রিবিউট করবো। তো এটা (ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার) তাকে আমরা কন্ট্রিবিউট করছি অ্যাজ এ টিম।



মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal