বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০৭:৫২ পিএম
মেট্রোরেলে চড়ে সচিবালয় থেকে আগারগাঁও গিয়ে পরিবেশ অধিদপ্তর পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
মেট্রো ভ্রমণে মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন কর্মকর্তারা পরিবেশমন্ত্রীর সঙ্গী হন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় সচিবালয় স্টেশন থেকে মেট্রোয় রওনা হন সাবের হোসেন চৌধুরী। এরপর আগারগাঁও মেট্রো স্টেশনে নেমে পরিবেশ অধিদপ্তরে যান।
মেট্রোরেলে ভ্রমণের সময় পরিবেশমন্ত্রী যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবহারের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, পরিবেশ সংরক্ষণে জনসাধারণের অংশগ্রহণ অপরিহার্য। পরিবহণ মালিকরা পরিবেশবান্ধব পরিবহণ পরিচালনা করলে এবং জনসাধারণ পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহার করলে বায়ুদূষণ পরিস্থিতির উন্নতি হবে।
মেট্রোতে ভ্রমণের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন,অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ফাহমিদা খানমসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন