বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ১১:০১ পিএম আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১১:২৭ পিএম
বিপিএলের দ্বিতীয় দিনে আজ খেলছে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। তারকায় ঠাসা দুই দলই এবারের বিপিএলের শিরোপা প্রত্যাশী।
এই খেরায টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
এই ম্যাচে নিজেদের শক্তিশালী দল নিয়েই মাঠে নেমেছে রংপুর ও বরিশাল। এই ম্যাচে খেলছেন রংপুরের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। অন্যদিকে বরিশালের হয়ে মাঠে নেমেছেন তামিম ইকবালও। তাতে জমে ওঠার অপেক্ষায় দ্বৈরথ।
দুই দলই চারজন করে বিদেশী নিয়ে নেমেছে। রংপুরের হয়ে বিদেশী কোঠায় খেলছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, ওয়েস্ট ইন্ডিজের ব্রেন্ডন কিং এবং পাকিস্তানের সালমান ইরশাদ।
বরিশালের হয়ে বিদেশী কোটায় মাঠে নেমেছেন পাকিস্তানের শোয়েব মালিক, আফগানিস্তানের ইব্রাহিম জাদরান, শ্রীলঙ্কার দুনিথ ওয়াল্লালাগে এবং পাকিস্তানের মোহাম্মদ ইমরান।
ফরচুন বরিশাল একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, খালেদ আহমেদ, রাকিবুল হাসান, শোয়েব মালিক, ইব্রাহিম জাদরান, দুনিথ ভেল্লালাগে ও মোহাম্মদ ইমরান।
রংপুর রাইডার্স একাদশ:
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাকিব আল হাসান, রনি তালুকদার, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, হাসান মাহমুদ, হাসান মুরাদ, ব্রেন্ডন কিং, মোহাম্মদ নবি, আজমত উল্লাহ ওমরজাই ও সালমান ইরশাদ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন