Advertise top
পরিবেশ

তীব্র শীতের মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি, শীতার্তদের কম্বল বিতরণ

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০৭:৪৪ পিএম    

তীব্র শীতের মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি, শীতার্তদের কম্বল বিতরণ
ভোলায় শীতে জনজীবন বিপর্যস্ত । ছবি: বরিশাল নিউজ

তীব্র শীতের মধ্যে ভোলায় সকালের দিকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। দিনভর সূর্য্যের দেখা মেলেনি। বৃহস্পতিবার,১৮ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে কনকনে শীতের সঙ্গে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। 

 

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার এবং আগামী আরও দুতিন দিন জেলায় আরো গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।

 

মাঘের শুরুতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।

 

অন্যদিকে,ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন জানান, তীব্র শীতের মধ্যে বৃষ্টি হওয়ায় শীতকালীন শাকসবজির পাশাপাশি আলুর বীজতলায় পানি জমে ক্ষতির সম্ভবনা রয়েছে। তবে, এ বৃষ্টিতে গম ভুট্টার উপকার হবে। জেলা ও উপজেলা কৃষি অফিস থেকে আলু চাষিদের নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal