Advertise top
পরিবেশ

বরিশালে তাপমাত্রা ১৭ ডিগ্রি সেন্টিগ্রেড; গুড়ি গুড়ি বৃষ্টি

বরিশাল নিউজ

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ১০:৫২ এএম     আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১১:৫১ এএম

বরিশালে  তাপমাত্রা ১৭০ সেন্টিগ্রেড;  গুড়ি গুড়ি বৃষ্টি
বরিশালে গুড়ি গুড়ি বৃষ্টি । ছবি: বরিশাল নিউজ

বরিশালে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। সেই সাথে শীতও ছিল খুউব।এই সময় তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেন্টিগ্রেড।কিন্তু শীত মনে হয়েছে অনেক বেশি। 

 

বৃষ্টির এই খবর আগেই থেকেই গণমাধ্যমে প্রকাশ হওয়ায় লোকজন ছিলেন সতর্ক। আজ সকাল থেকেই আকাশ অনেক বেশি মেঘলা ছিল। রোদের কোন দেখা মেলেনি। বৃষ্টির কথা মাথায় রেখে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হননি কেউ।

 

বরিশালে কযেকদিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। মাঘের প্রথম দিন সোমবার বরিশাল এবং ভোলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর তাপমাত্রা খুব একটি বাড়েনি।

 

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বুধবার জানিয়েছিল, বৃহস্পতিবার,১৮ জানুয়ারি খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 

কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দিনে ঠাণ্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

শুক্রবার, ১৯ জানুয়ারি বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির বার্তা রয়েছে। 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal