বরিশাল বিদেশ ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৭:৫৪ পিএম
পাকিস্তানের বেলুচিস্তান সীমান্তে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার, ১৬ জানুয়ারি বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ইরান-পাকিস্তান সীমান্তের একটি গ্রামে এই হামলা চালানো হয়। বিবিসি জানিয়েছে হামলায় দুই শিশু নিহত ও তিনজন আহত হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বিনা উস্কানিতে এ ধরণের হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন। এই ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
ইরানের সরকারি মিডিয়া জানিয়েছে, বেলুচিস্তানের জঙ্গি সংগঠন জৈশ আল-আদলের ঘাঁটি লক্ষ্য করে হামলাটি চালানো হয়। ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আক্রমণ করা হয়েছিল। তাতে ওই জঙ্গি সংগঠনের দুইটি ঘাঁটি ধ্বংস হয়েছে। গত কয়েকদিনে ইরাক ও সিরিয়ার পর তৃতীয় দেশ হিসেবে পাকিস্তানে হামলা চালালো ইরান।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন