Advertise top
খেলা

ফরচুন বরিশালের প্রস্তুতি চ্যাম্পিয়ন হওয়ার

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৭:১২ পিএম    

ফরচুন বরিশালের প্রস্তুতি চ্যাম্পিয়ন হওয়ার
ফরচুন বরিশালের সম্ভাব্য স্কোয়াড। ছবি: অনলাইন

বিপিএলের শুরু হতে বাকি আর মাত্র ছয় দিন। সব দলেই প্রস্তুতি শুরু হয়ে গেছে আগেই। বরাবরের মতো বিপিএলে ফরচুন বরিশালের প্রস্তুতিটা হয় চ্যাম্পিয়ন হওয়ার আশায়। বরিশাল এ পর্যন্ত বেশ কয়েকবার ফাইনাল খেলেছে, কিন্তু শিরোপা জিততে পারেনি। তাই সব আসরেই প্রস্তুতি থাকে চ্যাম্পিয়ন হওয়ার আশা। এবার কি পারবেন তামিম ইকবাল? সেই অপেক্ষায় বরিশাল।

 

বরিশালে এবার খেলবেন জাতীয় দলের তিনটি সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহমান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। আগের মৌসুমে বরিশালের হয়ে খেলেছিলেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ঠিকানা বদলে সাকিব এবার রংপুর রাইডার্সে।

 

মিডল অর্ডারে মুশফিকুর রহমান এবং মাহমুদুল্লাহ রিয়াদের ওপর সবচেয়ে বেশি নির্ভর করবে বরিশাল। এছাড়াও শোয়েব মালিক ,দীনেশ চান্দিমালদের নিয়ে গড়া বরিশালের মিডল অর্ডারটা বেশ অভিজ্ঞ বলা হচ্ছে। সেই সাথে শেষ মুহূর্তে কিলার খ্যাত দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাপার ডেভিড মিলারকে দলের নিয়েছে বরিশাল। বিধ্বংসী ব্যাটিংয়ে যেকোনো পরিস্থিতি থেকে ম্যাচ জিতানোর সামর্থ্য আছে মিলারের। এছাড়া অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও যেকোনো পজিশনে নিজের ব্যাটিং সামর্থের জানান দিতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেট বিপিএল জাতীয় দলে পারফর্ম করা পরীক্ষিত ক্রিকেটারকেই দলে নিয়েছে বরিশাল।

 

বোলিং ইউনিটটাও বেশ ভারসাম্যপূর্ণ বরিশালের। দেশি মোহাম্মদ সাইফুদ্দিন, কামরুল ইসলাম রাব্বিদের সাথে আছেন বিদেশী নুয়ান থুসারা, আব্বাস আফ্রিদিরা। স্পিনারদের মধ্যে তাইজুল ইসলাম, রকিবুল হাসানের সাথে চমক হতে পারেন শ্রীলংকান দুথিন ভোল্লালাগে।

 

বিপিএলের আসন্ন মৌসুমে বরিশালের প্রধান কোচের দায়িত্বে থাকবেন হোয়াটমোর। টাইগারদের সাবেক গুরুর সাথে অনেক সুখ স্মৃতি আছে বাংলাদেশের। এবার বিপিএলের দল বরিশালকে কোচিং করাতে আরো একবার বাংলাদেশে এসেছেন হোয়াটমোর।

 

সব মিলিয়ে অভিজ্ঞতার সাথে তারুণ্যের মিশ্রণে ভালো দল করেছে ফরচুন বরিশাল। চ্যাম্পিয়ন হয়ে প্রথম শিরোপার স্বাদ পেতে নিশ্চিতভাবেই মুখিয়ে থাকবে তামিম, রিয়াদ, মুশফিকদের বরিশাল।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal