Advertise top
খেলা

বিপিএল আসরকে বিশ্বমানের করে তুলতে ব্যস্ত বিসিবি

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৩:৪২ পিএম       

বিপিএল আসরকে বিশ্বমানের করে তুলতে ব্যস্ত বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। আর এবারের আসরটিকে বিশ্বমানের করে তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন্য ভালো মানের প্রোডাকশন হাউজ পাওয়ার প্রত্যাশায় কদিন আগে একটি সার্কুলার দিয়েছে । বিশেষ করে ৩৪ থেকে ৩৬টি ক্যামেরা থাকা বাধ্যতামূলক করেছে বিসিবি। এছাড়া সবশেষ আসরটিতে যে ডিআরএস নিয়ে সমালোচনা হয়েছিল, এবার সেটিও শুরু থেকে রাখছে আয়োজকেরা।

 

এ বিষয়ে টাইগার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমকে নান্নু বলেন, ‘একটা টুর্নামেন্ট চলতে গেলে তো অনেক কিছুই দেখতে হয়। এ বছর সব প্রস্তুতি নিয়েই শুরু হচ্ছে। আশা করছি ভালোমতোই শেষ হবে।’

 

 

 

 


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal