Advertise top
বিদেশ

কুয়েতের আমিরের মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৪ পিএম    

কুয়েতের আমিরের মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক
কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে আজ  সোমবার রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।

 

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে রবিবার এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, কুয়েতের আমিরের মৃত্যুতে সোমবার,১৮ ডিসেম্বর বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

 

কুয়েতের আমিরের রুহের মাগফিরাতের জন্য ওইদিন বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

 

এদিকে সদ্য প্রয়াত আমির শেখ নওয়াফ আল-আহমেদ আল-সাবাহর প্রতি শ্রদ্ধা জানাতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কুয়েত। এছাড়া দেশটিতে তিনদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

 

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর ৮৬ বছর বয়সে শেখ নওয়াফের মৃত্যু হয়। এরপর নতুন আমির হিসেবে তার সৎ ভাই মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর নাম ঘোষণা করা হয়। তিনি এর আগে দেশটির ক্রাউন প্রিন্সের দায়িত্বে ছিলেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal