বরিশাল নিউজ
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৭:০৫ পিএম
বরিশালে গত দুই দিন ধরে শীতের বাতাস বইছে। কুয়াশাও পড়ছে শীতের ভোরের মতোই। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে দেশে বৃষ্টি পরপরই শীতের এই আগমনী বার্তা দিয়েছিল আবহাওয়া বিভাগ।
বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, ডিসেম্বরের মাঝামাঝিতে দেশের তাপমাত্রা সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক বশির আহমেদ জানান, সোমবার ভোর ৬টায় বরিশাল জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টার সময়ও একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন