Advertise top
খেলা

তিন ফরম্যাটের নেতৃত্বেই থাকছেন সাকিব: জালাল ইউনুস

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৬:৪১ পিএম       

তিন ফরম্যাটের নেতৃত্বেই থাকছেন সাকিব: জালাল ইউনুস
সাকিব আল হাসান। ফাইল ফটো

বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, তিন ফরম্যাটের নেতৃত্বেই থাকছেন টাইগার অলরাউন্ডার। ইতোমধ্যে সাকিবকে বিষয়টি জানানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি। 

 

বিশ্বকাপের আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেছিলেন, ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব ছাড়বেন আসর শেষে। কিন্তু বিশ্বকাপের শেষ ম্যাচের আগে ইনজুরিতে পড়ে দেশে ফিরে আসেন তিনি। এর পর থেকে আর গণমাধ্যমের সামনে আসেননি, এমনকি নেতৃত্ব ছাড়ার বিষয়েও কোনো বক্তব্য দেননি। বিষয়টি নিয়ে নিশ্চুপ বিসিবিও।

 

মঙ্গলবার,১২ ডিসেম্বর গণমাধ্যমে জালাল ইউনুস বলেন, সাকিবের দায়িত্ব ছাড়ার কথা জানে না বিসিবি।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal