Advertise top
খেলা

ঢাকায় টাইগারদের ১৪৪/১০, কিউইদের টার্গেট ১৩৭

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:০৮ পিএম    

ঢাকায় টাইগারদের ১৪৪/১০, কিউইদের টার্গেট ১৩৭
১৪৪ রানে টাইগারদের অলআউট করে নিউজিল্যান্ড। ছবি: সংগৃহীত

৪র্থ দিনে বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে করেছে ১৪৪ রান।এখন ঢাকা টেস্ট জিততে কিউইদের লক্ষ্য ১৩৭।

 

৪র্থ দিনের শুরু থেকেই আসা-যাওয়ার মিছিলে নাম লিখিয়েছেন টাইগার ব্যাটাররা। বাজে শট সিলেকশন, অহেতুক আগ্রাসী হওয়ার চেষ্টা করে দলের বিপদটাই বাড়িয়েছেন তারা।

 

১৪৪ এর মধ্যে টাইগারদের হয়ে সর্বোচ্চ স্কোরার ৫৯ করা জাকির। আর কিউইদের মধ্যে বল হাতে এজাজ প্যাটেল একাই নিয়েছেন ৬ উইকেট। ৩ উইকেট গিয়েছে স্যান্টনারের ভাগ্যে। আর একটি উইকেট পেয়েছেন টিম সাউদি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal