বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম
বৃষ্টি থামলেও, মেঘলা আকাশেই শুরু হয়েছিল তৃতীয় দিনের খেলা। যদিও এজন্য আড়াই ঘণ্টা দেরী করতে হয়। তারপরেও আলোকস্বল্পতায় আগেভাগেই শেষ করতে হয় খেলা।
৫৫ রানে পাঁচ উইকেট নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ডকে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট করে ১৮০ রানে।
দ্বিতীয় ইনিংস খেলতে নেমে প্রথম ওভারে আউট হন মাহমুদুল হাসান জয়। উদ্বোধনী জুটির রান তখন তিন।যোগ দেন মুমিনুল। দলের রান ৮ ওভারে ২ উইকেটে উঠে ৩৮। এরপর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়ায়নি। বাংলাদেশের লিড এখন ৩০ রানের।
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলাও বৃষ্টিতে ভেসে যায়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন