Advertise top
খেলা

নিউজিল্যান্ড ১৮০/১০

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:১৩ পিএম     আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:১৩ পিএম

নিউজিল্যান্ড ১৮০/১০
৭২ বলে ৮৭ রানে আউট হন ফিলিপস। ছবি” আইএসপিএন

৫৫ রানে ৫ উইকেট হারান নিউজিল্যান্ড ১৮০ রানে অলআউট হয়েছে। গ্লেন ফিলিপস ঝড়ো ব্যাটিংয়ে ৮৭ রান তুলে নিউজিল্যান্ডসকে ৮ রানে  লিড এনে দেয়।

 

তৃতীয় দিনে ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। শুরু থেকেই আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকেন এই দুই ব্যাটার।

 

তবে দলীয় ৯৫ রানে ৩৯ বলে ১৮ রান করে আউট হন মিচেল। তার জায়গায় ক্রিজে এসেই সাজঘরে ফিরে যান মিচেল স্যান্টনার।

 

এরপর কাইল জেমিসনকে সঙ্গে নিয়ে মারমুখি ব্যাটিং করতে থাকেন ফিলিপস। আগ্রাসী ব্যাটিংয়ে অর্ধশতক পূরণ করেন এই ব্যাটার। তার সঙ্গে জেমিসনও আগ্রাসী ব্যাটিং করতে থাকেন।

 

৫৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ১৫২ রানে ২৮ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান জেমিসন।

 

এরপর ক্রিজে আসা টিম সাউদিকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান ফিলিপস। সেঞ্চুরির দিকে এগোতে থাকেন এই ব্যাটার। তবে দলীয় ১৮০ রানে ৭২ বলে ৮৭ রানে আউট হন ফিলিপস। তাকে সাজঘরে ফেরান পেসার শরিফুল ইসলাম।

 

শেষ ব্যাটার হিসেবে সাউদি আউট হলে ১৮০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ৮ রানের লিড পায় কিউরা। বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম নেন ৩টি করে উইকেট। 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal