বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:২০ পিএম আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:২০ পিএম
আজ বৃষ্টি না থাকায় মিরপুর টেস্টের তৃতীয় দিনে বল মাঠে গড়ানোর আশা জেগেছিল সেই সকাল থেকেই। তাই মাঠের কাভার তুলে নেওয়া হয়েছে। অপেক্ষা ছিল শুধু আউটফিল্ড শুকানোর।
অবশেষে মাঠ পর্যবেক্ষণ শেষে আম্পায়াররা সিদ্ধান্ত নিলেন খেলা শুরুর।
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সারাদিন বৃষ্টি হওয়ার পূর্বাভাস ছিল।সেই বৃষ্টির কারনে বৃহস্পতিবার খেলাই হয়নি। দুপুরের পরে তা পরিত্যক্ত ঘোষণা করা হয়। আগের ঘোষণা অনুযায়ী শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল ১৫ মিনিট আগে।
আজ তৃতীয় দিনে খেলা হবে ৯৮ ওভার। ৫৫ রানে ৫ উইকেট থেকে ব্যাটিং করবে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকে এগিয়ে নেবেন গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল।
|| সংক্ষিপ্ত স্কোর ||
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৫৫/৫ (১২.৪)
বাংলাদেশ ১ম ইনিংস: ১৭২/১০
২টা ১০ মিনিটে চা বিরতি, খেলা চলবে ৫টা ১৫ পর্যন্ত
বৃষ্টির প্রভাবে প্রথম সেশন পুরোটা ভেসে যাওয়ার কারণে শেষ সেশনে ৪৫ মিনিট বেশি খেলার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ অফিসিয়ালরা। চার বিরতি দেওয়া হবে ২টা ১০ মিনিটে। ২০ মিনিটের বিরতির পর আলো থাকা সাপেক্ষে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত চলবে তৃতীয় দিনের খেলা।
দুপুর ১২টায় মাঠে গড়িয়েছে তৃতীয় দিনের প্রথম বল। ম্যাচের সময় বিলম্বিত হওয়ায় এগিয়ে আনা হয়েছে মধ্যাহ্ন বিরতি। অন্যান্য দিনের মতো ১১টা ৩০ মিনিটের বদলে শুক্রবার নির্ধারিত সময়ের দশ মিনিট আগেই নেওয়া হয়েছে মধ্যাহ্ন বিরতি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন