Advertise top
খেলা

বৃষ্টির বাগড়ায় শেষ মিরপুর টেস্টের দ্বিতীয় দিন

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:২৮ পিএম     আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:২৮ পিএম

বৃষ্টির বাগড়ায় শেষ  মিরপুর টেস্টের দ্বিতীয় দিন
বাংলাদেশ-নিউজিল্যান্ড ক্রিকেট দলের লোগো। ছবি: বিসিবি

আলো কম থাকায় ২য় টেস্টের প্রথম দিনের খেলা ৮.২ ওভার কম হয়েছিল। এ কারনে দ্বিতীয় দিনের খেলা ১৫ মিনিট এগিয়ে ৯টা ১৫ মিনিটে আনা হয়। কিন্তু বৃষ্টি বাগড়ায় এদিন মাঠেই নামা হলো না দুই দলের ক্রিকেটারদের।

 

২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে ১৩৯টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১৯টি ম্যাচে জিতেছে তারা, হারতে হয়েছে ১০২ ম্যাচে। এই বৃস্টিতেই ড্র হয়েছে ১৮টি ম্যাচ। ম্যাচ ড্র করতে আগে বৃষ্টির কামনাও করেছে বাংলাদেশ। সেই দলটিই এখন বৃষ্টি নিয়ে আক্ষেপে। নিউজিল্যান্ডের পাশাপাশি এখন বৃষ্টিও তাদের প্রতিপক্ষ হয়ে উঠেছে।

 

বৃষ্টি শেষের অপেক্ষায় থেকে থেকে শেষ পর্যন্ত বেলা দুইটার দিকে আজকের দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

 

 

বুধবার রাত থেকে বৃষ্টি শুরু হয়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট কভার দিয়ে ঢেকে রাখা হয় আগে থেকেই। এদিন মাঠকর্মী, আম্পায়ার বা খেলোয়াড়; কাউকেই মাঠে নামতে দেখা যায়নি। কারণ গুড়িগুড়ি বৃষ্টি ঝরেই গেছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দুপুরের দিকে বৃষ্টি আরও বাড়বে। বেলা একটার দিকে বাড়ে বৃষ্টির বেগ।

 

প্রথম দিনে বাংলাদেশ ১৭২ রানে অলআউট হয়। ৫ উইকেটে ৫৫ রান তোলে নিউজিল্যান্ড।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal