Advertise top
খেলা

নিউজিল্যান্ড সফরে অধিনায়ক নাজমুল, সহ অধিনায়ক মিরাজ

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:২১ পিএম     আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১১:৩৮ এএম

নিউজিল্যান্ড সফরে অধিনায়ক নাজমুল, সহ অধিনায়ক মিরাজ
অধিনায়ক নাজমুল হাসান শান্ত, সহ অধিনায়ক মেহেদী মিরাজ। ছবি: অনলাইন

নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি-দুই সংস্করণেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন। ডিসেম্বর মাসে হতে যাওয়া দুটি সিরিজের জন্য ৩০ নভেম্বর দল ঘোষণা করেছে বিসিবি। এ সফরে নাজমুলের সহকারীর দায়িত্ব দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে।

 

এ সফরের ওয়ানডে দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা দুজন স্পিনার-রিশাদ হোসেন ও রাকিবুল হাসান। দুই সংস্করণেই দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। দুই সংস্করণেরই সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

 

আঙুলের চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট সিরিজে খেলেননি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, নেই এ সিরিজেও। চোটের কারণে নেই পেসার তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন।

 

সর্বশেষ বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন অফ স্পিনার মাহাদী হাসানও। যদিও টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে তাঁকে। বিশ্বকাপে খেলা মাহমুদউল্লাহ কাঁধের চোটে ভুগছেন। তবে নাসুমের কোনো চোটের সমস্যা নেই।

 

ওয়ানডে দলে সৌম্য ছাড়াও ফিরেছেন আফিফ হোসেন, যিনি এশিয়া কাপে খেললেও বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছিলেন। এর বাইরে দুই স্পিনার রিশাদ ও রাকিবুল আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও এখনো ওয়ানডে অভিষেকের অপেক্ষায়।

 

টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে। এ বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র ম্যাচটি খেলেছিলেন তিনি। অন্যদিকে সৌম্য টি-টোয়েন্টি দলে ফিরলেন এক বছর পর, সর্বশেষ গত বছর বিশ্বকাপে খেলেছিলেন তিনি। মেহেদী সর্বশেষ এ সংস্করণে খেলেছিলেন গত বছরের সেপ্টেম্বরে, এশিয়া কাপে।

 

আগামী ১৭,২০ ও ২৩ ডিসেম্বর হবে তিনটি ওয়ানডে। ডানেডিনের পর নেলসন ও নেপিয়ারে হবে ম্যাচগুলো। ২৭ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি নেপিয়ারে, এরপর ২৯ ও ৩১ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইতে হবে শেষ দুটি ম্যাচ।

 

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ওয়ানডে দল

 

নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, এনামুল হক, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রাকিবুল হাসান।

 

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি দল

 

নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও তানজিম হাসান।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal