Advertise top
খেলা

সিলেট টেস্ট: শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশ ২০৫ রানে লিড

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৭:১১ পিএম     আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৭:২৯ পিএম

সিলেট টেস্ট:  শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশ ২১২/৩, লিড: ২০৫ রানে
সিলেট স্টেডিয়ামে অধিনায়ক শান্তর সেঞ্চুরি উদযাপন

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে অধিনায়কত্বের অভিষেক ম্যাচে সেঞ্চুরি করার নজির স্থাপন করেছেন নাজমুল হোসেন শান্ত। তিনি ১৯৩ বল খেলে ১০ চারে অপরাজিত আছেন ১০৪ রানে। তার সঙ্গে ৭১ বলে ৫ চারে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। তাদের দুজনের ব্যাটে ভর করে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ২১২ রান তুলে শেষ করেছে দিন। লিড নিয়েছে ২০৫ রানের।

 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস:২১২/৩

 

নিউ জিল্যান্ড ১ম ইনিংস ৩১৭ অলআউট।: ১ম দিন শেষে: ৮৪ ওভারে ২৬৬/৮ (লাথাম ২১, কনওয়ে ১২, উইলিয়ামসন ১০৪, নিকোলস ১৯, মিচেল ৪১, ব্লান্ডেল ৬, ফিলিপস ৪২, জেমিসন ৭*, সোধি ০, সাউদি ১*; শরিফুল ১১-২-৪৪-১, মিরাজ ১৯-৩-৫৭-১, তাইজুল ৩০-৭-৮৯-৪, নাঈম ২২-৩-৬১-১, মুমিনুল ২-১-২-১)। দ্বিতীয় দিন শেষে:৫১ রান।

 

বাংলাদেশ ১ম ইনিংস:প্রথম দিনে: ৩১০/১০, ৮৫.১ ওভার (জয় ৮৬, জাকির ১২, শান্ত ৩৭, মুমিনুল ৩৭, মুশফিক ১২, শাহাদাত ২৪, মিরাজ ২০, সোহান ২৯, নাঈম ১২, তাইজুল ৮, শরিফুল ১৩; সাউদি ১৪-২-৪৩-১, জেমিসন ১৭-৫-৫২-২, প্যাটেল ২৪-১-৭৬-২, সোধি ১৪-১-৭১-১, ফিলিপস ১৬-১-৫৩-৪)


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal