Advertise top
বিদেশ

মালয়েশিয়ায়  নির্মাণাধীন ভবন ধসে  তিন বাংলাদেশি নিহত

বরিশাল বিদেশ ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৬:১১ পিএম     আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৬:৫৯ পিএম

মালয়েশিয়ায়  নির্মাণাধীন ভবন ধসে  তিন বাংলাদেশি নিহত
মালয়েশিয়ায় দুর্ঘটনাকবলিত ভবন। ছবি: অনলাইন

মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ার ঘটনায় তিনজন নিহত হয়েছে। তারা সবাই ছিলেন বাংলাদেশি শ্রমিক। এই ঘটনায় আরও  চারজন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন বলে জানানো হয়েছে।

 

স্থানীয় সময় সোমবার,২৮ নভেম্বর রাত ৯টা ৪৫ মিনিটের দিকে পেনাং শহরে ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

 

পেনাংয়ের উপ-পুলিশ প্রধান মোহামেদ ইউসুফ জান মোহাম্মদ বলেন, উদ্ধারকারীরা এখন পর্যন্ত আটকে পড়া ৯ শ্রমিকের মধ্যে পাঁচজনকে খুঁজে পেয়েছেন। ঘটনাস্থলে ১৮ জন শ্রমিক কাজ করছিলেন। তিনি বলেন, নির্মাণাধীন ওই ভবনে কাজের জন্য ১৮ জন শ্রমিককে নিয়োগ করা হয়েছিল। এ সময় তারা কেউ নামাজের জন্য বের হননি।

 

তিনি বলেন, এখন পর্যন্ত নিহত তিনজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। এদের মধ্যে দুজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এবং অপর একজন হাসপাতালে মারা গেছেন। দুর্ঘটনায় আহত দুজনকে চিকিৎসার জন্য পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের আঘাত বেশ গুরুতর বলে জানানো হয়।

 

মোহামেদ ইউসুফ জান মোহাম্মদ বলেন, আমরা ধারণা করছি ধ্বংসস্তূপের নিচে হয়তো আরও চারজন আটকা পড়ে থাকতে পারেন। তিনি নিশ্চিত করেছেন যে, সেখানে কাজ করা সব শ্রমিকই বাংলাদেশি নাগরিক।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal