Advertise top
রাজনীতি

গণতন্ত্র দিবস পালন করেছে জাতীয় পার্টি

বরিশাল নিউজ ঢাকা ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৯:১১ পিএম     আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৯:৫২ পিএম

গণতন্ত্র দিবস পালন করেছে জাতীয় পার্টি
গণতন্ত্র দিবস উপলক্ষ্যে বরিশালে র‌্যালি করেছে জাতীয় পার্টি। ছবি: বরিশাল নিউজ

 

গণতন্ত্র দিবস উপলক্ষ্যে বরিশালে র‌্যালি এবং আলোচনা সভা করেছে জাতীয় পার্টি। সংগঠনের জেলা ও মহানগর কমিটির উদ্যোগে শুক্রবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ সদর রোডের চৌধুরী বাড়ির দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।

 

এর আগে অশ্বিনী কুমার হলের সামনে মহানগর জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টি সদস্য সচিব এম এ জলিলের সঞ্চলনায় সভায় প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারম্যানের উপদেস্টা ও মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ইকবাল হোসেন তাপস।

 

 বক্তব্য রাখেন আকতার হোসেন শপ্রু, বসির আহমেদ সবুজ, অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ, এসএম রহমান পারভেজ, রুস্তম আলী খান, নজরুল ইসলাম হেমায়েত ও কামাল চৌধুর প্রমুখ।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal