Advertise top
গণমাধ্যম

মিথিলা ফারজানাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক নিয়োগ

বরিশাল নিউজ ঢাকা ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ১১:১১ এএম     আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১২:০১ পিএম

মিথিলা ফারজানাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক নিয়োগ
সাংবাদিক মিথিলা ফারজানা

 

বেসরকারি টিভি চ্যানেল একাত্তর টেলিভিশনের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স মোবাশ্বিরা ফারজানা মিথিলাকে (মিথিলা ফারজানা) পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

 

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার, ৮ নভেম্বর  এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

এতে বলা হয়, ‘সাংবাদিক মোবাশ্বিরা ফারজানা মিথিলাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের পরিচালক/কাউন্সেলর (গ্রেড-৫) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।’

 

এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়।

 

সাংবাদিক, সংবাদ উপস্থাপক এবং টক-শো সঞ্চালক হিসেবে কাজ করছেন মিথিলা ফারজানা। গণমাধ্যমের বিভিন্ন শাখায় কাজ করেছেন তিনি। বর্তমানে একাত্তর টেলিভিশনে হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে কর্মরত। ‘একাত্তর জার্নাল’ -এর সঞ্চালনা করে থাকেন তিনি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করছেন মিথিলা ফারজানা।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal