বরিশাল নিউজ
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:১৯ পিএম

বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চুন্নু আজ রবিবার, ১৮ জানুয়ারি বিকাল ৪টায় ঢাকার ধানমন্ডির জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে।
নজরুল ইসলাম চুন্নু বরিশালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বুধবার তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
নজরুল ইসলাম চুন্নু সাংবাদিকতার পাশাপাশি একজন ব্যাংকার ছিলেন। ব্যাংক থেকে অবসর নেয়ার পর আইনপেশায় যুক্ত হন।
বহু বছর তিনি শিশু সংগঠন ’চাঁদের হাট’ পরিচালনা করেন। এছাড়াও নাট্য সংগঠন খেয়ালির সভাপতি ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ প্রেসক্লাব কার্যকরী সংসদ এবং সদস্য/সহযোগী সদস্যবৃন্দ।
তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন