Advertise top
রাজনীতি

পুলিশ হত্যায় ‘সরাসরি জড়িত’ আপন গ্রেপ্তার

বরিশাল নিউজ ঢাকা ডেস্ক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৯:১১ পিএম       

পুলিশ হত্যায় ‘সরাসরি জড়িত’ আপন পটুয়াখালী থেকে গ্রেফতার
ঢাকায় মহাসমাবেশে পুলিশ হত্যা মামলার গ্রেপ্তারকৃত আসামি আপন আহমেদ। ছবি: সংগৃহীত

 

বিএনপির মহাসমাবেশ চলাকালে পুলিশ হত্যা মামলায় আপন আহমেদ নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পটুয়াখালীর গলাচিপা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

ঢাকা জেলার পুলিশ সুপার মো আসাদুজ্জামান  বৃহস্পতিবার, ২ নভেম্বর বিকেলে গনমাধ্যমকে এ তথ্য জানান

 

তিনি বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে পুলিশ হত্যায় সরাসরি জড়িত আপন আহমেদ। তিনি যুবদল নেতা। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

 

গত ২৮ অক্টোবর রাজধানীর ফকিরাপুল চার রাস্তার মোড়ে বিএনপির সঙ্গে সংঘর্ষ চলাকালে ডিউটিরত অবস্থায় আমিরুল ইসলাম মোল্লা পারভেজ নামে ওই কনস্টেবল নিহত হন।

 

নিহত পুলিশ সদস্যের গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal