বরিশাল নিউজ ঢাকা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৯:১১ পিএম আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০১:৩৭ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশবাসীর কাছে আমি এই আহ্বান জানাব- যারা অগ্নি-সন্ত্রাস করে, দুর্বৃত্তপনা করে সেই দুর্বৃত্তদের আপনারাই ধরিয়ে দিন। আপনার গাড়ি পোড়ালে এদের ধরে আগুনে ফেলেন। যে হাত দিয়ে গাড়ি পোড়াবে সেই হাত পুড়িয়ে দিন। তাহলেই ওরা থামবে, না হলে থামবে না এবং এটা দেশের মানুষকেই ঐক্যবদ্ধ হয়ে করতে হবে। দেশের মানুষের সহযোগিতা পেলে এদের এই দুর্বৃত্তপনা কমানো যাবে, এটা আমি বিশ্বাস করি।
‘এটাই মানুষকে বলবো ভয়ের কিছু নেই। এরা মুষ্টিমেয়। এদের বিরুদ্ধে সবাইকে এক হয়ে রুখে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বার বার আমার ওপর আঘাত এসেছে। কিন্তু বেঁচে গেছি। এজন্য দেশের জন্য কাজ করতে পেরেছি, করে যাচ্ছি।
‘এখনও আমার ওপর বার বার হামলা হচ্ছে। এমনকি শুধু দেশে নয়, বিদেশেও প্রচেষ্টা (হত্যার) চালানো হয়েছে।
‘এজন্য আমি দুশ্চিন্তাগ্রস্ত নই। জন্মালে মরতে হবেই। কিন্তু যতক্ষণ প্রাণ আছে এদেশের মানুষের কল্যাণে কাজ করে যাব।’
`জনগণ আমার শক্তির উৎস’ উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমার দেশে ফেরা, কাজ করা- এর পেছনে একটাই শক্তি ছিল, সেটা বাংলাদেশের জনগণ। এই জনগণের শক্তি নিয়েই আমি চলছি। বাবা-মা-ভাই সব হারিয়েছি। আমার পরিবার বলতে মনে করি এই বাংলাদেশ এবং দেশের জনগণকে। সেই মানসিকতা এবং আন্তরিকতা নিয়েই আমি দেশের কাজ করি।’
বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের ২৫তম ও শেষ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
শেখ হাসিনা বলেন, ‘একমাত্র নৌকা মার্কাই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ দিতে পারে। আর বিএনপি পারে কেবল ধ্বংস করতে। এই বাংলাদেশকে নিয়ে আর কেউ যেন খেলতে না পারে সেজন্য আমি দেশবাসীর সহযোগিতা চাই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের জীবনমানের যে উন্নতি হয়েছে সেটা যদি তারা ধরে রাখতে চায় তাহলে একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই সেটা সম্ভব হবে। তারা নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন, একমাত্র নৌকা মার্কাই পারে উন্নত জীবন দিতে। আর বিএনপি ধ্বংসই দিতে পারবে। এরা আসলে দেশের স্বাধীনতাও চায় না, মানুষের কল্যাণও চায় না। এটা হলো বাস্তবতা।’
মুজিবুল হক চুন্নু
বিদ্যমান রাজনৈতিক মতবিরোধ নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ অধিবেশনের সমাপনী দিনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।
চুন্নু বলেন, ‘প্রধানমন্ত্রীকে অনুরোধ করব- কে কী বলল, কী সমালোচনা করল এগুলোর ঊর্ধ্বে উঠে সব রাজনৈতিক দলকে নির্বাচনের বিষয়ে এক টেবিলে আলোচনা করার জন্য উদাত্ত কণ্ঠে আহ্বান জানান। দেশের মানুষের আপনার কাছে অনেক প্রত্যাশা। জাতির পিতার কন্যা হিসেবে আপনার অনেক দায়িত্ব।
‘বিএনপিকে বলবো, জনগণের দিকে তাকিয়ে শর্ত বাদ দিয়ে, পূর্বশর্ত আরোপ না করে শর্তগুলো নিয়ে টেবিলে এসে আলোচনা করুন।জাপা মহাসচিব বলেন, ‘বড় দল হিসেবে আওয়ামী লীগ ও বিএনপির দায়িত্ব হচ্ছে জনগণের দিকে তাকিয়ে দফা আর ইগো বাদ দিয়ে এক টেবিলে বসে আলোচনা করা। ইচ্ছা করলে এক টেবিলে বসে সংবিধানের মধ্যে থেকে একটা পথ বের করতে পারি- একটা নিরপেক্ষ নির্বাচন কীভাবে সম্ভব।’
২৮ অক্টোবর পুলিশ নিহত হওয়ার ঘটনার উল্লেখ করে জাপা মহাসচিব বলেন, ‘এগুলো সহ্য হয় না। এ আন্দোলনের কারণে বেশ কয়েকজন নিরীহ মানুষও মারা গেছেন। এটাও গ্রহণযোগ্য নয়। আবার রবিবার-সোমবার রাজনৈতিক কর্মসূচি দেয়া হয়েছে। মানুষ আতংক আর শঙ্কার মধ্যে আছে।’
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন