Advertise top
গণমাধ্যম

বিএনপির মহাসমাবেশে সাংবাদিক নির্যাতন; বরিশালে প্রতিবাদ

বরিশাল নিউজ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৮:১০ পিএম     আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৮:১৭ পিএম

বিএনপির মহাসমাবেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন
বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে ঢাকায় বিএনপির মহাসমাবেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ। ছবি: বরিশাল নিউজ

 

ঢাকায় গত ২৮ অক্টোবর রাজনৈতিক কর্মসূচি চলাকালে সাংবাদিকদের উপর হামলা এবং পরদিন সিনিয়র সাংবাদিক রফিক ভূঁইয়ার মৃত্যুর প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে সোমবার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

 

সাংবাদিক ইউনিয়ন বরিশাল, বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশন ও নিউজ এডিটরস কাউন্সিল, সাংবাদিক ইউনিয়ন, সম্মিলিত সাংবাদিক ফোরাম, বরিশাল ফটো সাংবাদিক পরিষদ, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন, বরিশাল তরুন সাংবাদিক ফোরাম সংহতি প্রকাশ করে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।

 

প্রেসক্লাবের সহসভাপতি পুলক চ্যাটার্জির সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির, রাহাত খান, আযাদ আলাউদ্দিন ও অপূর্ব অপুসহ অন্যরা।

 

বক্তারা যেকোনো রাজনৈতিক কর্মসূচিতে সাংবাদিকদের উপর হামলা এবং সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রতিটি ঘটনা তদন্ত করে অভিযুক্তদের কঠোর বিচার দাবি করেন তারা।

 


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal