বরিশাল নিউজ ঢাকা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ১০:১০ পিএম

রাজধানীর রমনা থানার নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার, ২৯ অক্টোবর রাত ৯টা ৫৪ মিনিটে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে তাঁর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর হুমায়ন কবীর খান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তার আইনজীবী মহসিন মিয়া, গোলাম মোস্তফা খান, মোসলেহ উদ্দিন জসিম, ওমর ফারুক ফারুকী, হোসেন আলী খান হাসান জামিন চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, রাত ৮টা ১০ মিনিটে মির্জা ফখরুলকে আদালতে হাজির করা হয়। তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানিকালে তাকে এজলাসে তোলা হয়নি।
উল্লেখ্য, ২৯ অক্টোবর সকালে গুলশানের নিজ বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন