Advertise top
রাজনীতি

 বিএনপি মহাসচিব মির্জা ফকরুল সকালে আটক, রাতে গ্রেপ্তার

বরিশাল নিউজ ঢাকা ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৮:১০ পিএম     আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৮:১২ পিএম

 বিএনপি মহাসচিব মির্জা ফকরুল সকালে আটক, রাতে গ্রেপ্তার
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো

 

ঢাকার গুলশানের বাসা থেকে আজ  রবিবার, ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টায় আটক করা হয় বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে।তারপর তাঁকে নেওয়া হয় ডিবি অফিসে।গণমাধ্যমে বলা হয় জিজ্ঞাসাবাদের জন্য মির্জা ফকরুলকে আটক করা হয়েছে।অবশেষে রাতে তাকে গ্রেপ্তারের কথা জানালো পুলিশ।

 

মির্জা ফখরুলকে গ্রেপ্তারের কারণ হিসেবে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান,হত্যা ও গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানায় যে মামলা হয়েছে, সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

রাজধানীর নয়াপল্টনে গতকাল শনিবার বিএনপির মহাসমাবেশ ছিল। মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সংঘর্ষ পরে বিজয়নগর পানির ট্যাংক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বেলা তিনটার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়।

 

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশের এক সদস্য ও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হন। সংঘর্ষে আহত হয়েছেন পুলিশের ৪১ ও আনসারের ২৫ জন সদস্য। কমপক্ষে ২০ জন সাংবাদিকও আহত হন। সংঘর্ষে এক হাজারের বেশি নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির।


 

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal