বরিশাল নিউজ
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৮:১০ পিএম
দেশে রাজনৈতিক সংকট নিরসনে সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।
নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের অশ্বিনী কুমার হলের সামনে শুক্রবার বিকেলে তারা এই সমাবেশ করে। পরে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।
এসময় নেতাকর্মীরা নির্বাচন কমিশনকে ব্যর্থ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান। এছাড়া ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, সময় এসেছে এই অবৈধ সরকারকে হটানোর। এবার জনগণ আওয়ামী লীগকে সাগরে নিক্ষেপ করবে। আওয়ামী লীগ মানুষ হত্যাসহ বিচার বিভাগ ও প্রশাসনকে ধ্বংস করে মূর্খের দল হিসেবে পরিচয় দিয়েছে। এই দুরাবস্থার মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ বাজারে গিয়ে হাঁপিয়ে উঠছেন। তাই নিজেরসহ আওয়ামী লীগের ভাল চাইলে অবিলম্বে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে দেশের মানুষকে মুক্তি দিন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন