বরিশাল নিউজ ঢাকা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ১২:১০ পিএম আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৮:০৫ পিএম
বিএনপি বলেছে, তারা সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে ২৮ অক্টোবর রাজধানীতে যে মহাসমাবেশ ডেকেছে, তাতে কোনো সংঘাতের আশঙ্কা করছে না।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার,২৭ অক্টোবর জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, দেশবাসীর প্রতি, সরকারের প্রতি আমাদের আহ্বান- দেশকে রক্ষা করতে হলে, জাতিকে রক্ষা করতে হলে, সংকটগুলো দূর করতে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন।
ঢাকার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১ টার দিকে এ সংবাদ সম্মেলন শুরু হয়।
২৮ অক্টোবর মহাসমাবেশের ভেন্যু নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলন করছে দলটি।
তিনি বলেন, দেশবাসীর প্রতি, সরকারের প্রতি আমাদের আহ্বান- দেশকে রক্ষা করতে হলে, জাতিকে রক্ষা করতে হলে, সংকটগুলো দূর করতে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন।
ঢাকার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১ টার দিকে এ সংবাদ সম্মেলন শুরু হয়।
২৮ অক্টোবর মহাসমাবেশের ভেন্যু নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলন করছে দলটি। বৃহস্পতিবার, ২৬ রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরো বলেন, সারাদেশের মানুষের প্রতি আহ্বান থাকবে ভোটের অধিকার আদায়ের জন্য, শোষণমুক্ত সমাজে বসবাস করার জন্য, স্বাধীনভাবে কথা বলার পরিবেশ ফিরিয়ে আনার জন্য সমাবেশে আসতে হবে।
তিনি বলেন, সমাবেশে উপস্থিত হয়ে সরকারকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে হবে, এ দেশের মানুষের প্রতি অত্যচার নির্যাতন আর নয়, যথেষ্ট হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বয় চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন