বরিশাল নিউজ ঢাকা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ১০:১০ পিএম
বাংলাদেশ ছাত্রলীগ ২৭ অক্টোবর ঢাকায় জরুরি সভা ডেকেছে। বুধবার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সভা ডাকার কথা জানানো হয়।
এতে বলা হয়, 'স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের একটি 'জরুরি সভা' অনুষ্ঠিত হবে। উক্ত সভায় কেন্দ্রীয় নির্বাহী সংসদের সকল সদস্যকে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হলো।
বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শুক্রবার, ২৭ অক্টোবর বিকেল ৩টায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন