Advertise top
রাজনীতি

অপশক্তিকে রুখতে হবে একসঙ্গে: কাদের

বরিশাল নিউজ ঢাকা ডেস্ক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৯:১০ পিএম    

অপশক্তিকে রুখতে হবে একসঙ্গে: কাদের
ঢাকা মহানগর ও জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় ওবায়দুল কাদের। ছবি: বরিশাল নিউজ

 

বিএনপির মহাসমাবেশের দিন ২৮ অক্টোবর দলীয় নেতাকর্মীদের রাজপথ দখলে রাখার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আর ছাড় দেওয়া হবে না। অপশক্তিকে রুখতে হবে একসঙ্গে।

 

তিনি আরও বলেন, সবাই সর্তক পাহারায় থাকবেন, আক্রমন হলে পাল্টা আক্রমন করতে হবে।

 

ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বুধবার ঢাকা মহানগর ও জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় তিনি এই আহবান জানান।

 

ওবায়দুল কাদের বলেন, অপশক্তি থেকে আমাদের দেশকে মুক্ত করার আন্দোলন। শেখ হাসিনার নেতৃত্বে চেতনায় মননে বাংলাদেশের জনগণ শপথ নিয়েছে। তারা অপশক্তি ও অপরাজনীতিমুক্ত বাংলাদেশ গঠন করবে।

 

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান সভায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।

 

 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal