Advertise top
রাজনীতি

খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বরিশালেও অনশন

বরিশাল নিউজ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ১১:১০ পিএম    

খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বরিশালেও অনশন
অশ্বিনী কুমার হল চত্বরে বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য অনশন। ছবি: বরিশাল নিউজ

 

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে মহানগর বিএনপি ও বরিশাল উত্তর জেলা বিএনপি যৌথভাবে অনশন সমাবেশ কর্মসূচি পালন করেছে।

 

অশ্বিনী কুমার হল চত্বরে আজ  শনিবার,১৪ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে এই কর্মসূচি পালিত হয়।

 

মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে মহানগর সদস্য সচিব এ্যাড.মীর জাহিদুল কবির জাহিদ সহ বরিশাল উত্তর জেলা বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান মুকুলের সঞ্চলনায় অনশন কর্মসূচি পালিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল,মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার,আইনজীবী ফোরাম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, মহানগর শ্রমিকদল আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান,বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুলৱাহ সহ মহানগর ও উত্তর জেলা বিএনপি সহ মহিলাদল,স্বেচ্ছাসেবকদল,ছাত্রদল ও দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

অপরদিকে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালম শাহিনের সঞ্চলনায় অনশন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপুকেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমত উলৱাহ,কেন্দ্রীয় যুবদল সহ সভাপতি এইচ এম তছলিম উদ্দিন সহ দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

 

 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal